নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত অন্তত ৪জন। দুর্ঘটনার জেরে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ ছিল।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বলিয়াদী এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন বাসযাত্রী এক নারী। এসময় আহত হন আরো অন্তত ৪ যাত্রী।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি সরানোর পর চালু হয় ট্রেন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)