মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি চারা রোপণ কর্মসূচী অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচী চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম এর নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) দুপুর ১ টার দিকে “সদর ট্রাফিক পুলিশের আয়োজনে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ২৮টি ফলজ গাছের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরির্দশক (প্রশাসন), শহর ও যানবাহন জনাব মোঃ ফকরুল আলম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মাকর্তা ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম, আর ও উপস্থিত ছিলেন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আবু সাঈদ, পুলিশ পরির্দশক, শহর ও যানবাহন জনাব মোঃ আহসান হাবীব, মোঃ মোস্তাফিজুর রহমানসহ পুলিশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীব বৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন। মানুষের জীবিকাও হুমকির সম্মুখীন। সেজন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলায় দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় আহবান জানায়। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে দেশিয় ফলদ, বনজ, ঔষধি ও মশলা জাতীয় গাছ লাগাতে হবে। এ ধরনের সামাজিক কাজে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। আরো বলেন গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভুমিকা পালন রাখে। পৃথিবীকে আগামী প্রজম্মের বসবাসেরউপযোগী করতে বৃক্ষরোপনের বিকল্প নাই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার অভিমত প্রকাশ করেন বলে জানান

Facebook Comments Box


Posted ১২:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!