কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি অ্যাডভোকেট আঃ কাঃ ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেছেন, করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও দুরদর্শীতার কারণে।
তিনি বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান বলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে মর্যাদার স্থানে রয়েছে। আর দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এমপি বাদশাহ্ মাদক, সন্ত্রাস, ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবসের সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, সাংবাদিক শরীফুল ইসলাম, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মজিবর রহমান ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহীন।
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবসের সেমিনারে আলোচনা শেষে ডিজটিাল বাংলাদেশ দিসব উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor