বৈসিক মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ করনে কুষ্টিয়া মজমপুর গেটে ঢাকা কোচ চালক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আতাউর রহমান মিঠু এর উপস্থিতিতে ও তার উদ্যোগে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কোচ চালক কল্যাণ সংস্থার উপদেষ্টা খোকন। সভাপতি নাজমুল হক ঠান্টু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান। উপস্থাপন করেন কার্যকরি সভাপতি মাসুদ ভান্ডারি। আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আমজাদ, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য রফিক হায়দার টোকন, সদস্য আলফাজ, আসাদুল খাঁন, লিটন, সাধারণ সদস্য রাজিব খন্দকার, লালন, খন্দকার শহিদুল প্রমূখ। মজপুর গেটের রিকশা, অটোভ্যান চালক সহ রাস্তার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।