ভেড়ামারা প্রতিনিধি
দলের জন্য ত সারা জীবন বিলিয়ে দিলাম এবার আমার জনগনের জন্য কিছু করতে চাই
দল আমাকে মনোনয়ন না দিলে কী, কর্মীরা আমাকে ভোট দিবে সাংবাদিকদের এক পশ্নের জবাবে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ০৬ নং জুনিয়াদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুজ্জামান হাসান’ এসব কথা বলে
তিনি বলেন আসন্ন ০৬ জুনিয়াদহ ইউপি নির্বাচনে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনিয়াদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে একান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বলেন আমি মনে করি যে ঘরের চেয়ে দল বড় আর দলের চেয়ে কর্মী বড় তাই আমি আমার কর্মীদের কথা ভেবেই । স্বতন্ত্র ভাবে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছি, এবং আমি বিজয়ী হব বলে আশা ব্যক্ত করছি । তিনি বলেন, আমি নির্বাচিত হলে মাদক মুক্ত এবং ডিজিটাল ইউনিয়ন পরিষদ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আরোও বলেন, স্বাধীনতা বিরোধী পাকিস্তানী রাজাকারদের হাতে ১৯৭১ সালে আমার পিতা ইয়াছিন মন্ডল ও ভাই ইদ্রিস মন্ডলকে নির্মম ভাবে শহাদত বরণ করেন । আমি সেই শহীদ পরিবারের সন্তান।
ভেড়ামারা উপজেলার০৬নং জুনিয়াদহ ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থী নির্বাচনে আলাপ আলোচনা বিচার বিশ্লেষণে এলাকার হাট বাজার চায়ের দোকানে সর্বত্রই ভোটারদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে আমার পক্ষে।
উদার চিত্তে আস্হাশীল, জনদরদী সর্বোপরি যোগ্য নেতৃত্ব নির্বাচনে ইউনিয়ন বাসীর আশা আকাঙ্খা ও সফলতার প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা ইউনিয়ন বাসীর।
Posted ৪:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor