কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ সহায়তার এসব চেক বিতরণ করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কঃ ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি । বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর মহিলা ভাইস চেয়ারম্যাস সোনালী খাতুন আলেয়া, জেলা পরিষদ সদস্য মায়াবি রোমান্স মল্লিক ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অগ্নিকান্ড ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের হাতে জনপ্রতি ৩ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor