কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, র্যালি ও আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ এমপি , উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম , বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor