মোঃ মহিন উদ্দিন দৌলতপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। ২৪ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর ধারে আবেদের ঘাটে সংবাদ সম্মেলন করে অবৈধভাবে বালিকাটা ও বালি উত্তোলনের প্রতিবাদ জানানো হয়।
ফিলিপনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ হাসিনুর রহমান, শামসুল আলম, নাসির উদ্দিন, মাহবুব মাষ্টার ও যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ।
ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে এলাকার একটি মহল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোল অব্যাহত রেখেছে। অবৈধভাবে বালি উত্তোলন করার ফলে আবারও হুমকি’র মুখে পড়তে যাচ্ছে ফিলিপনগরবাসী।
একই সাথে হুমকি’র মুখে রয়েছে শতকোটি টাকা ব্যয়ে ফিলিপনগর-ইসলামপুর ব্লকনির্মিত স্থায়ী বাঁধ।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। পরে পদ্মা নদী পাড়ে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে এলাকাবাসী মানববন্ধন করে। এসময় অবৈধভাবে বালি উত্তোলনকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
Posted ১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor