কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ২০জনকে ৪৫০০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত।
১৯ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ২০জনকে ৪৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।
পৃথক ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১৩জন পথচারীকে ২৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং ৭জনকে ১৭০০ টাকা জরিমানা করেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।
এসময় করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque