
কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ১৮জনকে ৮৩০০ টাকা অর্থদণ্ড করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দৌলতপুর থানা মোড়ে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ১০জনকে চার হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।
পৃথক ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ৭জন পথচারীকে ২৪০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং ৩জনকে ১৬০০ টাকা অর্থদণ্ড করেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী।
এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।
এছাড়াও বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হোসেনাবাদ বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখ মাস্ক ব্যবহার না করার দায়ে ৮জন পথচারীকে চার হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেন।