মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে নিহতের চার ঘণ্টার মধ্যে ওসি গোলাম মোস্তফা নিজে অভিযান চালিয়ে সিদ্দিক হত্যার তিন আসামিকে গ্রেপ্তার করেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন এর পাহাড়পুর গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জমি সংক্রান্ত জের ধরে সিদ্দিক(৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা। নিহত সিদ্দিক চিথলিয়া পাহাড়পুর গ্রামের মৃত ফেরত আলি মণ্ডলের ছেলে। নিহত ব্যক্তি তার বাড়ির পাশের জমিতে আবাদের কাজে ব্যস্ত ছিল। এ সময় তার ওপর একাধিক ধারালো অস্ত্র দ্বারা হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকাবাসী বলছে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তাদের। এ বিরোধকে কেন্দ্র করেই তাদের প্রতিপক্ষ হামলা করতে পারে বলে ধারণা করছে তারা।দীর্ঘদিন তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে জানা গেছে। ঘটনার মিরপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন জমি সংক্রান্ত জেরে হামলার ঘটনা ঘটতে পারে তাৎক্ষণিক আমরা অপরাধীদের ধরতে অভিযান চালায় এবং আসামি গফুর (৫৮) সালাউদ্দিন (৫০) ও হালিমা (৩৫) তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor