কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি ও কুষ্টিয়া জজ কোর্ট এর বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার সরকারি আইন কর্মকর্তা পিপি ও জিপি ও সাধারণ আইনজীবীদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে আইনজীবী গন জেলার একজন প্রথিতযশা আইনজীবীর বিরুদ্ধে উদ্দেশ্য মুলকভাবে সকল প্রকার অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহবান জানান এবং তৃব্যনিন্দা জানান।
এসময় জেলার নারী ও শিশু পিপি আব্দুল হালিম, অতিরিক্ত পিপি এ.এস.এম আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম গালীব, আনিসুজ্জামান বিশ্বাস রাজু, শহীদুল ইসলাম, নিজাম উদ্দিন, মন্জুরী বেগম, কাজী সাইফুদ্দিন বাপী, সুভাষ চন্দ্র বিশ্বাস, এপিপি ইমরান হোসেন দোলন, অলোক কুমার রায়, সুলতানা বেগম মমো।
অতিরিক্ত জিপি আশরাফ হোসেন, রমেষ চন্দ্র, এজিপি নাজমুন নাহার, শিলা রানী বসু, মোনালিসা খাতুন, সুলতান আহমেদসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আইনজীবী বৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor