হাফিজুর রহমান
শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গমাতা শেখ ফাজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, অতিরিক্ত পুলিস সুপার তারেক এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
পুষ্পমাল্য অর্পন শেষে সকাল সাড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম শুভ জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেসিন বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমী’র যৌথ আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার’র সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহামান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহকারী কমিশনার বৃন্দ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, উপজেলা ভাইস-চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ উদ্দিন,জেলা তথ্য কর্মকর্তা।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor