বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ ডাঃ লিজা-ডাঃ রতন ম্যাটস এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আকলিমা খাতুন ইরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বেগম নূর জাহান মিনা। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আসমা জাহান লিজা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এজিপি), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার, মেরিট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার শিখা, নগর স্বাস্থ্য কেন্দ্র’র প্রোজেক্ট ম্যানেজার রাহেলা পারভিন মুক্তি, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সৈয়দা হাবীবা, সি.ডি.এল ট্রাস্ট’র নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা, ভেড়ামারা ডিগ্রী কলেজের প্রভাষক কামরুন নাহার শিরিন, ৭,৮ ও নং ওয়ার্ড’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনার কলি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. শর্মিষ্ঠা হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানারা বেগম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদস্য হাবিবুল হক পুলক, এ্যাডঃ শংকর মজুমদার, প্রফেসর ড. অরবিন্দ সাহা, খলিলুর রহমান মজু, গোপা সরকার, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor