সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের তিন নেতার অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মরহুম রহমত আলী মেম্বার, মরহুম আইয়ুব আলী, মরহুম মাহামুদুল হক পানার অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মশান বাজারে এ শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন।
বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উদ্দিন খান,
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor