বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

ভেড়ামারা পৌরসভার ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর হৃদয়ের মাঝে যার নাম, কাছের আর প্রিয়মুখ বর্তমান কাউন্সিলর রুমা খাঁন।

ভেড়ামারা পৌরসভার ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর হৃদয়ের মাঝে যার নাম, কাছের আর প্রিয়মুখ বর্তমান কাউন্সিলর রুমা খাঁন।

ভেড়ামারা পৌরসভার ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর হৃদয়ের মাঝে যার নাম, কাছের আর প্রিয়মুখ বর্তমান কাউন্সিলর রুমা খাঁন।


ভেড়ামারা পৌরসভার ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর হৃদয় মাঝে যার নাম কাছের আর প্রিয়মুখ বর্তমান কাউন্সিলর রুমা খাঁন, প্রতিদিন সকাল থেকে রাতোবধি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে সেইসব সমস্যার সমাধান রুমা’র প্রাত্যহিক কাজের একটি অবিচ্ছেদ্য অংশ।

এ নিয়ে কাউন্সিলর রুমা খাঁনের কোন অস্বস্তি নেই, কেননা জনসেবা আর জনকল্যাণের ব্রতি নিয়েই তিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছিলেন। টানা দু’বারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে রুমা খাঁন এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন। পাশাপাশি করোনাকালীন দুঃসময়ে তিনি সবসময়ই এলাকাবাসীর পাশে থেকেছেন, দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়িবাড়ি পৌঁছে দিয়েছেন সরকারী ত্রাণ।

নিজ সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছেন, করে চলেছেন এখনও। এলাকায় বিধবা-বয়স্ক-স্বামী পরিত্যক্তসহ প্রসূতিভাতার কার্ড করে দিতে সামনে থেকে তদ্বির-দেনদরবার করে সংশ্লিষ্ট এলাকাবাসী তথা ভোটারদের আস্থা আর ভরসার প্রতিকৃত হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় তুলতে সক্ষম হয়েছেন কাউন্সিলর রুমা খাঁন। সামনে আরেকটি পৌর নির্বাচনের হাতছানি। রুমা খাঁনও শুরু করেছেন গণসংযোগ ও মতবিনিময়। বিগত দুই টার্মে কাউন্সিলর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন সুবিধাজনক অবস্থায় রাখবে তাঁকে, অভিমত সংশ্লিষ্ট এলাকাবাসী ও সন্মানিত ভোটারবৃন্দের।


Facebook Comments Box


Posted ৩:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!