মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
ছবি সংগ্রহীত
মাননীয় সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এম,পি (বৃহত্তর কুষ্টিয়া ৩৩৫) এর পক্ষ থেকে দুইটি সোলার ল্যাম্প পোষ্ট স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য কুষ্টিয়ার প্রাচীন এই রেলওয়ে স্টেশনটি চালু হয় ১ জানুয়ারি, ১৮৭১ সনে। দীর্ঘ দিন বেশ সুনামের সাথে জনসেবায় নিয়োজিত থাকার পর স্টেশনটিকে প্রায় বছর দুই আগে নানা কারণে রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেন। তবে সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবি মানুষের আন্দোলনের ফলে অবশেষে ১২ সেপ্টেম্বর, ২০২০ তারিখে বন্ধ ঘোষিত এই ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু হয়।
সৈয়দা রাশিদা বেগম এম,পি প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলওয়ে স্টেশনটি চালু হলে, তিনি ভুতুড়ে অন্ধকার দূর করে আলোকিত মিরপুর রেলওয়ে স্টেশন উপহার দিবেন মিরপুর বাসীকে।
তারই ফল শ্রুতিতে এই দুটি সোলার ল্যাম্প পোষ্ট স্থাপন করা হয়। ফলে গতকাল মঙ্গলবার রাত থেকে ল্যাম্প পোষ্ট দুটি আলো ছড়াতে শুরু করেছে।
প্রতিদিনের কুষ্টিয়া নিউজ কে তিনি বলেন আমি আমার প্রতিশ্রুতি রহ্মা করতে পেরে সত্যিই আমি আনন্দিত, আমি বৃহত্তর কুষ্টিয়া (৩৩৫) এলাকার মানুষের সর্বদা ছিলাম, আছি, থাকব আমি সবার দোয়া ও সহযোগীতা কামনা করি।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)