“মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় এবং জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার জেলা পুলিশের আয়োজনে আজ ৪ঠা জুন সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এঁর নেতৃত্বে কুষ্টিয়ার পুলিশ লাইন্স হইতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সিঙ্গার মোড়সহ কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে। কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে পথ শিশু, রিক্সা চালক,অটোবাইক চালক, পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরনসহ কোভিড-১৯ এর বিরুপ প্রভাব সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।সর্বশেষ হাত ধুই-মাস্ক পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা থেকে দুরে থাকি। উক্ত র্যালীতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম, কুষ্টিয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলমসহ কুষ্টিয়ার অফিসার ফোর্সগন।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১
protidinerkushtia.com | editor