সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও ফুললের শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সাথে সৌজন সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়ে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন ও সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রকিবুল হাসানের সাথে পৃথক ভাবে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাতকালে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের অনুসন্ধিতসু ও মননশীলভাবে প্রকৃত সংবাদ জনগণের কাছে প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
Posted ২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor