মিরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান ও অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা ও বাধাগ্রস্ত শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০ টায় মিরপুর বঙ্গবন্ধু ম্যূরাল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের মাননীয় মো. আবু জাফর সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতির সহধর্মিণী ডঃ নার্গিস আফরোজ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামারুল আরেফিন। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.আলহাজ্ব আব্দুল হালিম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান,মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক।মিরপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,এনজিও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস।অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার।
Posted ২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor