কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হাজী এনামুল হক জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৪শ’ ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ মোবাইল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫শ’ ১৫ ভোট।
পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ১৪ হাজার ৬শ’ ৫৭ যা মোট ভোটের ৮৩ ভাগ। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র প্রার্থী রহমত আলী রব্বান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ হাজার ৬শ’ ৭৪ ভোট। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী মিরপুর পৌরসভায় মোট ১৭ হাজার ৬৬৯ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৮হাজার ৯শ’ ৪৬ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ২৩ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor