জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০১ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করলো কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক।
বৃক্ষ যেমন ফল দেয়,ফুল দেয় ও যেমন ছায়া দেয় তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সর্বাধিক ভূমিকা পালন করে,তাই আজ ২৩ জুলাই
বৃহস্পতিবার কুষ্টিয়া বিভিন্ন স্থানে ফলজ, ওষুধ ও বনজ মোট ১০১ টি গাছ লাগান এই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান মুস্তাক বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ এম,পি মহোদয় এর একান্ত ব্যক্তিগত সচিব, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু চাচা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার ভাই এর সার্বিক দিক নির্দেশনায় আমরা মুজিব শতবর্ষতে ১০১ টি গাছের চারা রোপণ করলাম।
এসময় তিনি আরো বলেন আপনারা জানেন বর্তমান করোনা মহামারিতে দেশব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা ফ্রন্ট লাইন এর যোদ্ধা হিসেবে কাজ করছেন। ছাত্রলীগ সবসময় দেশ ও দশের পাশে ছিলো আছে এবং থাকবে।
Posted ২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor