নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
মেধাবী আশামনির পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“অর্থাভাবে মেধাবী আশামনির আশা ভঙ্গের উপক্রম” এ শিরোনামে হামার কুড়িগ্রাম সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন মাধ্যমে প্রকাশ হলে তা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের নজরে আসে।
তিনি তখনই ঘোষণা দেন আশামনির উচ্চমাধ্যমিকে পড়ালেখার যাবতীয় ব্যয় বহন করবেন। এরই প্রেক্ষিতে বুধবার ১২ আগস্ট বিকেলে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আশামনির কলেজে ভর্তি ও বই কেনা বাবদ নগদ পাঁচ হাজার টাকা তার হাতে তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম এর শুভসূচনা করেন। তিনি এসময় উচ্চমাধ্যমিক এ তার পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহনের নিশ্চয়তাও প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক রফিকুল হক রফিক, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য আশামনি পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭৫ ও জেএসসি পরীক্ষার জিপিএ ৫ পেয়েছিল।
ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে।
আশামনির পিতা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করে এবং উচ্চমাধ্যমিক পাশ একমাত্র ভাই আশরাফুল করোনাকালে সদ্য চাকুরীচ্যুত গার্মেন্টস কর্মী।
এই দৈন্যদশায়েও আশামণির স্বপ্ন সে লেখাপড়া চালিয়ে উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করে মেডিকেল কলেজে ভর্তি হবে এবং লেখাপড়া শেষ করে একদিন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে।
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque