গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বামুন্দির উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই প্রশিক্ষণে নেতৃত্ব দেন বামন্দী সাবস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইসাহাক আলী বিশ্বাস ও লিডার মহিউদ্দিন।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় চত্বরে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।প্রশিক্ষণে দেখানো হয় কিভাবে পেট্রোল, অকটেন ও গ্যাস সিলিন্ডার থেকে অফিস অথবা বাসা বাড়িতে আগুন লাগলে নেভানো যায়। এছাড়াও সেখানে আগুন ধরিয়ে নেভানোর কৌশল প্রাকটিকালে দেখানো ও শেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোস্তফা জামান, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) আলী হোসেন, অফিস সহকারী/ কম্পিউটার অপারেটর মহিউজ্জামান রেজা, সহ সকল কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)