রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুরের গাংনীতে গোলাপি খাতুন(৩৪) নামের এক গৃহবধূর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।গোলাপী খাতুন গাংনী থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তার কোমরে সাপে কামড় দেয়।সাপ দেখতে না পাওয়ার কারণে চিকিৎসা নিয়ে পরিবারের লোকজন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে ভোর চারটায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভর্তির কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়। তিন সন্তানের জননীর এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
স্থানীয়রা বলেন, চারদিকে অতিরিক্ত পানি হওয়ার কারণে সাপ জায়গা না পেয়ে অনেক সময় ঘরে চলে আসছে। এই কারণে সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও বেশি ঘটছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনকে যখন এখানে নিয়ে আসে তখন তার শারীরিক অবস্থা বিবেচনায় সাপের কামড়ের বিষয়টি মাথায় রেখে এন্টি ভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফারের সিদ্ধান্ত হয়।আমাদের রেফার প্রক্রিয়া করার মধ্যেই তার মৃত্যু হয়।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor