রকিবুল ইসলাম (রকি)
মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা বারাকপুর কমিউনিটি সেন্টারে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন ও পৌরসভায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন ও পৌর মেয়র মাহফুজ রহমান রিটন কয়েকজন শিশুকে ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
আজ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে। এ বছর সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাস, ইন্সপেক্টর আব্দুল আওয়াল,ই পি আই সুপার আবদুস সালাম,আবু সামাইন প্রমুখ।
Posted ৩:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)