যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে নিয়ে কল্যাণপুরে দুস্থ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সহযোগিতায় কল্যাণপুর বস্তি এলাকার বাসিন্দাদের খাদ্য সহযোগিতা করে থাকে।
এ সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ও মেয়র। ওই এলাকার ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করে আসছে। এছাড়া করোনা আক্রান্তদেরও বিশেষভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, এলাকায় হাঁটতে হাঁটতে ওই কল্যাণপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি, এ খাদ্য সহায়তা কর্মসূচি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার কল্যাণপুর বস্তির পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন, কল্যাণপুর ও মহাখালী সাততলা এলাকার বস্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রেইগ্যান এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ।
Posted ৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor