খালিদ সাইফুল চঞ্চল
” মেয়েদের প্রতি”
সোহানুর রহমান সোহাগ
মেয়েদের প্রতি দিয়না ভাই
তোমার কুদৃষ্টির থাবা,
আল্লাহ চাইলে তুমিও হবে
মেয়ে শিশুর বাবা।
তোমার মেয়ে তোমার কাছে
পবিএ এক ফুল।
সেই ফুলে কেহ আঘাত দিলে
তুমি কি তা সইতে পাবে?
মেয়েদের প্রতি দিয়না ভাই
তোমার কুদৃষ্টির থাবা
আল্লাহ চাইলে তুমিও হবে
মেয়ে শিশুর বাবা।
যৌবনের ঔ লালসাতে
শয়তানের ঔ ছলনাতে
ভুল করেও সেই ফুলটাকে ভাই
দিয়না তুমি পারা!
আল্লাহ চাইলে তুমিও হবে
মেয়ে শিশুর বাবা।
খারাপ মানুষ সভ্য সেঁজে
ভালো মানুষের মুখোস পড়ে
প্রতিনিয়ত অবোলাদের
দিয়ে যাচ্ছে ধোকা।
মেয়েদের প্রতি দিয়না ভাই
তোমার কুদৃষ্টির থাবা,
আল্লাহ চাইলে তুমিও হবে
মেয়ে শিশুর বাবা।।
Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque