নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কড়িগ্রামের রৌমারীতে বুদ্ধি প্রতিবন্ধী (১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদি হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।
নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের আয়নাল হকের ছেলে সোহরাব হোসেনের (৪০) সহযোগিতায় একই ইউনিয়নের রৌমারী গ্রামের মৃত আজমল হকের ছেলে মাহুবর রহমান (মিস্ত্রি) (৪৮) বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরী আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থলে তাদের ব্যবহৃত মোবাইল সেট ও একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
এব্যাপারে রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque