পথচারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন লাইকির ইয়াছিন আরাফাত ওরফে অপু। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত গতকাল সোমবার এই জামিনের আদেশ দিয়েছেন।
অপুকে এর আগে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। অপুকে গত ৩ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর গত ৬ আগস্ট তাঁর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন
Posted ৪:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque