মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)