“অমর মুজিব”
মুজিব তুমি অমর হয়ে,
মিশে আছো বাংলার বুকে।
তোমার জন্য আজীবন,
জাতি শোকে ভোগে।
যে দিন তুমি চলে গেলে,
এই না পৃথিবী ছেড়ে।
সে দিন তোমার জন্য সবাই,
কাঁদলো নয়ন ভরে।
তোমার জন্য বাংলা ছিলো,
সুখে শান্তিতে ভরা।
তোমার জন্য আকাশ-পাতাল,
করতো নীলা-খেলা।
তুমিই ছিলে বাংলার বন্ধু,
তুমিই জাতির পিতা।
তোমার ত্যাগে দেশ পেয়েছি,
মোরা পেয়েছি স্বাধীনতা।
তোমার এ অবদান কোন দিনও,
যাবে নাকো ভুলা হে পিতা.!
তোমার জন্য ধন্য আমরা,
স্বাধীন বাংলার প্রতিটি বালি-কণা।
তুমি ছিলে প্রথম প্রেসিডেন্ট,
আমাদের এই দেশে।
তোমার কথা ভুলতে পারে না,
স্বাধীন বাংলার লোকে।
আমরা মনে করি মুজিব,
তুমি আছো বড়ই সুখে।
আল্লাহ তোমায় সুখেই রাখুক,
সেটা বীর বাঙালির মুখে।
লেখকঃ মোঃ মামুন অর রশিদ (রবি)
সক্রিয় কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা।
Posted ৩:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque