কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ ভাটা মালিকদের বিরুদ্ধে সাইনবোর্ড লাগিয়ে প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে।
একদিকে বছরের পর বছর ধরে অবৈধ ভাটা বানিয়ে পরিবেশ বিনষ্ট করে জনগনকে ঠকিয়ে আসছে পরিবেশ অধিদপ্তরের চোখে ধুলো দিয়ে।
এভাবে ব্যবসা পরিচালনা করেও বর্তমানে সুবিধা করতে পারছে না তারা।
অন্যদিকে ৫ই আগস্টের পর বিভিন্ন কৌশলে দখলদারিত্ব চালাচ্ছে ব্যস্ত হয়ে পড়েছেন অবৈধ ভাতা মালিকেরা।
সূত্রে জানা যায় শুকুরোন নেছা একাডেমী নামক একটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে, “এই প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ” ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে এসেছে অবৈধ ভাটার মালিকেরা। স্থানীয় সুত্রে জানা যায়, রমজান, ওলি, ঝুমুর, সুলতান, ইয়াসিন, আরিফ, কালু নজরুল, মামুনসহ আরো অনেকে মিলে এমন দখল দারিতত্ব চালাচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এর আগে বিভিন্ন ইস্যু দাড় করিয়ে জোড়পূর্বক ভাবে বাড়ির ভাড়াটিয়াদের নামিয়ে তালা ঝুঁলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু তালা ঝুলিয়ে নোটিশ টাঙানোর ঘটনা বিরল। ঠিক এই কাজটি করেছে দৌলতপুরে অবৈধ ইট ভাটা মালিকেরা। গতকাল এমন তথ্যর অনুসন্ধানে গিয়ে দেখা যায়, দৌলতপুর বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে তালা, দৌলতপুরে ইউনিলিভারের ডিলারের তালা। এই নিয়ে উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। শুধু তাই নয় দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, এমন ঘটনা ঘটিয়ে ক্রমাগত ভাবে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এমন বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেছে।
Posted ১:২৫ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
protidinerkushtia.com | editor