মোঃ গোলাম কিবরিয়া (জীবন)
কুষ্টিয়ার মিরপুরে করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের নিকট ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সমেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ মামুনূর রশীদ, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, পৌর যুবলীগের সভাপতি হাসানুর রহমান খান তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ করোনা মোকাবেলায় সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের নিকট অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
ওই সময়ে সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন কনসেনট্রেটর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের হাতে তুলে দেন।
জিবন/প্রতিদিনের কুষ্টিয়া
Posted ৩:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)