কুষ্টিয়ার কুমারখালীতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে শওকত আলী মাস্টার (৭২) নামে অবসর প্রাপ্ত এক প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়েছে। একই দিনে কুমারখালীতে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২০) দুপুরে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া শিক্ষক উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা।
এদিকে কুষ্টিয়ায় নতুন করে ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েহে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪১৪ জনে। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছে ৩২ জন।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor