কুষ্টিয়ার খোকসায় করোনায় আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু…(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার নাম জামাল উদ্দিন (৭৭)। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২০) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২১ জুলাই তার কোভিড-১৯ পজিটিভ আসে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল আমাদের বাণী ডট কম’কে বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় মৃত ব্যক্তির মরাদেহ দাফনে ইসলামিক ফাউন্ডেশন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এদিকে উপজেলাটি এ পর্যন্ত ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং এক জনের মৃত্যু হল। বাকিরা হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন
Posted ১১:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor