কুষ্টিয়া প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান জেলা আওয়ামীলীগে সাবেক প্রচার সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিবের ঘরে জন্ম গ্রহন করেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে হাতেখড়ি তার। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গোটা পরিবারকেই হারিয়েছেন তিনি। ছোটো বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ২১শে আগস্টের গ্রেনেড হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। রাজনীতির পথচলায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
পরে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নিজ নিজ ব্যানারে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)