শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

গাংনীর কথিত পার্কের দিনে-দুপুরে চলছে যৌন ব্যবসা(ভিডিও সহ)

গাংনীর কথিত পার্কের দিনে-দুপুরে চলছে যৌন ব্যবসা(ভিডিও সহ)

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরগোফা মৎস্য খামারে (কথিত পার্কে) হরহামেশাই চলছে যৌন ব্যবসা।


গত শনিবার(২৯আগস্ট) দুই জন কর্মীকে আটক করে স্থানীয় কিছু যুবক।আজ রবিবার সরেজমিন ঘুরে দেখা যায় পার্কের মধ্যে ঝোপেঝাড়ে বিভিন্ন স্থানে রয়েছে চাটপাড়া।পড়ে রয়েছে যৌন কাজে ব্যবহৃত পরিত্যক্ত যৌন সামগ্রী।

আটক দুই যুবতী জানান,বেশ কয়েকদিন এই পার্কে আমরা এসেছি এবং যৌন কার্য চালিয়েছে। চুয়াডাঙ্গা তৃষা আপুর মাধ্যমে আমরা এই জুগিরঘোপা পার্কে আনাগোনা শুরু করি। আমরা প্রতিটি কাস্টমার এর কাছ থেকে ৫’শ থেকে ১হাজার টাকার বিনিময় তাদের সাথে যৌন কাজে লিপ্ত হই। এই পার্কের কর্মকর্তা তুশার আহমেদ আমাদের সর্বদা সাহায্য করে থাকে।

নাম প্রকাশ করা যাবে না এমন শর্তে এক মৎস্যচাষী জানান,আমরা প্রায় প্রতিদিনই দেখি স্কুল-কলেজ পড়ুয়া বিভিন্ন ছাত্র ছাত্রী এখানে এসে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।


এ ব্যাপারে তুষার আহমেদ এর কাছে জানতে চাওয়া হলে আমি অসুস্থ ঘুমের ঔষধ খেয়েছি আপনাদের সাথে পরে যোগাযোগ করা হবে।

জুগিরঘোপা মৎস্য খামার ও(কথিত পার্ক)এর স্বত্বাধিকারী হেদায়েত উল্লাহ ওরফে অ্যালবার্ট মিয়া জানান,আগামীকাল থেকে পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে, কেন বন্ধ করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিককে চায়ের দাওয়াত দেন।


গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান,বিষয়টি আমি শুনেছি,মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!