শামীম আশরাফ
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীরাই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগন্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে গেছেন। শনিবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সরওয়ার জাহান বাদশা এ সব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু’র হত্যাকারী খুনি জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দিয়েছিল।
বাদশা বলেন, এ মাসে আমার মমতাময়ী মা ও ফুফাত ভাইকে হারিয়েছি। এর আগে জুলাই মাসে আমার বাবাকে হারিয়েছি। হারিয়েছি দৌলতপুর আওয়ামী লীগের অভিভাবক সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদকে। একই মাসে মাত্র ১০দিরে ব্যবধানে দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের সহধর্মিনিকেও আমরা হারিয়েছি। তাই আমরা এমন কোন কাজ করব না যাতে এই মাসের ভাবগাম্ভীর্য নষ্ট হয়।
তিনি বলেন, তবে সবাইকে মনে রাখতে হবে দৌলতপুর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সুসংগঠিত। এখানে অহেতুক ষড়যন্ত্র করে লাভ হবে না।
দৌলতপুর উপজেলা পররিষদ মিলনায়তনে আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন,যুগ্ম সাধারণ সম্পাদল শেলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ সরদার, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক রেজাউল করিম, এ্যাডভোকেট রফিকুল ইসলাম লালন, মো. নাসির উদ্দিন আহমেদ, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক ও দৌলতপুর যুবলীগের নেতা ওয়াসিম প্রমূখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেট হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪জন নেতা-কর্মী নিহত এবং আরো অনেকেই আহত হন।
Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor