শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

চাঁদপুরে ২ জিহ্বা, ৪ হাত-পা নিয়ে জম্ম নেওয়া শিশুর মৃত্যু

রাব্বি আহমেদ, মেহেরপুর।

চাঁদপুরে ২ জিহ্বা, ৪ হাত-পা নিয়ে জম্ম নেওয়া শিশুর মৃত্যু

শহরের আল আমিন হাসপাতালে এক বিকলঙ্গ শিশুর জম্ম হওয়ার কিছুক্ষণ পর মারা যায়। ২২ শে আগষ্ট শনিবার দুপুরে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জম্মের ১ ঘন্টা পর মারা গেছে।


খোঁজ-খবর নিয়ে জানা যায়, বিকলঙ্গ ওই শিশুর মা হচ্ছেন রহিমা বেগম(২৫)। যিনি চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের ববাবুরহাট এলাকার মোঃ শাহ জালালের স্ত্রী।

আল-আমিন হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২ টার সময় রহিমা বেগম(২৫) এর প্রসব জনিত ব্যথা উঠলে তাকে হাসপাতালের ২’শ ১৩নং কেবিনে ভর্তি করানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. আবির রোগী রহিমাকে অচেতন করলে ডা. সামছুন্নাহার তানিয়া তার অস্ত্রপাচার করে। এরপর রহিমা এই সিজারের মাধ্যমে দুটি জিহ্বা, চারটি হাত ও চারটি পা বিশিষ্ট বিকলাঙ্গ এক কন্যা সন্তানের জম্ম দেন। যার এক ঘন্টা সময়ের মধ্যেই শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করে।

এদিকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার সামছুন্নাহার তানিয়া। তিনি জানান, আল্ট্রাসনোগ্রামে কিছু বুঝা যাচ্ছিলো না। সিজার করার পর দেখা যায় শিশুটির চারটি হাত, চারটি পা এবং দুটি জিহ্বা রয়েছে।


হরমোনসহ নানা সমস্যায় এমন বিকলঙ্গ শিশুর জন্ম হয়ে থাকে। কিন্তু অপরিপুষ্ট শিশু হওয়ায় জম্মের এক ঘন্টা পর সে মারা গেছে। তবে তার মা সুস্হ্য রয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box


Posted ৫:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!