নিজশ্ব প্রতিনিধী
চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামে ১৬ মাস বয়সী এক শিশুর কামড়ে বিষহীন সাপের মৃত্যু হয়েছে।
জান্নাতুল ফেরদৌস নামের শিশুটি খেলার ছলে খাটের নিচে গেলে বেরিয়ে আসে সাপের বাচ্চা। তখন হাত দিয়ে সাপকে ধরে কামড়ে ক্ষতবিক্ষত করলে এটি মারা যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত সাপসহ জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসেন।
মঙ্গলবার (৭ জুন) সকালের এই ঘটনায় জান্নাতুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২১ পদকপ্রাপ্ত বখতিয়ার হামিদ সাপের ছবি দেখে দেশ টিভিকে বলেন, সাপটির নাম ঘরগিন্নি (ইংরেজি নাম Common Worm Snake)। ঘরের আশপাশে থাকে। সম্পূর্ণ নির্বিষ। এরা টিকটিকি খাওয়ার জন্য ঘরের চালে অথবা দেওয়ালে থাকে বলে ঘরগিন্নি বলা হয়।
শিশুটির মা বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স ১৬ মাস। সকালে চাচাতো ভাইয়ের সঙ্গে ঘরের মধ্যে সে খেলছিল। এ সময় খাটের নিচে চলে গেলে একটি সাপের বাচ্চাকে ধরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। পরে সাপের বাচ্চাটির মারা যায়। আমার মেয়ে ও তার চাচাতো ভাইসহ সাপটি নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাই।
তিনি আরও বলেন, খাটের নিচে সাপের বাচ্চা থাকায় আমরা হতবাক হয়েছি।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুন ২০২২
protidinerkushtia.com | editor