হাফিজুর রহমান : স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা কে মাদক মুক্ত করার উদ্দেশ্যে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।
এই ধারাবাহিকতায় গতকাল রবিবার ৯ আগষ্ট রাত সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্বে। গতকাল রবিবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রইস উদ্দিন শরীফ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় চুয়াডাঙ্গা বড়বাজার পানবাজার মোড় থেকে দুই জন আসামি কে আটক করেন। এ সময় মাদক ব্যাবসায়ির কাছ থেকে ২০ পিস অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়া দক্ষিণ পাড়ার মোঃ জাহাঙ্গীর হোসেন মন্টুর ছেলে মোঃ শামিম তালুকদার( ২৩), জোহা মুন্সিপাড়ার গোলাম মোস্তফা শেখ ( গরিব) এর ছেলে
জুম্মন শেখ (জীবন) (৩২)
চুয়াডাঙ্গা জেলা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন আসামীদেরকে জিজ্ঞাসাবাদে বেশকিছু কুখ্যাত মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque