নিজস্ব প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নিকট আত্মীয় বড় নয়, দল এবং দেশ বড়
পাঁচটি সিটি কর্পোরেশন প্রার্থী দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে দলীয় এবং জোটের প্রার্থী সেই ভাবেই হবে। দলের কাছে, আগামীতে আত্মীয়তার পরিচয় থাকবে না ,দলের সিদ্ধান্তের কাছে।
কুষ্টিয়ার দৌলতপুরে জনসভার মাধ্যমে, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা, চারটি নির্বাচনী এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। মরহুম জননেতা আফাজ উদ্দিন আহমেদ এর কবর জিয়ারত করবেন।
আমরা সবাই নৌকার পক্ষে থাকবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবো।
জননেত্রী শেখ হাসিনার হাতকে, শক্তিশালী করবো, আগামীতে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকবো, এই প্রত্যাশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।
“সবার সহযোগিতায় একান্তভাবে কাম্য”
“শুভ কামনা”
“জয়বাংলা”
Posted ২:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
protidinerkushtia.com | editor