শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন

 


দ্বিতীয় বারের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বনামধন্য দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. মশিউর রহমান-এর এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানা যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২০(১) (ঝ) ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক দ্বিতীয় বারের মত তাকে ২ বছর মেয়াদে সিনেটের সদস্য মনোনীত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন বলেন, এটা দৌলতপুর কলেজের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এবং একইসঙ্গে অনেক বড় একটি দায়িত্ব। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করবো। সেইজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী।এদিকে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন সিনেট সদস্য মনোনীত হওয়ায় দৌলতপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে। এর আগেও তিনি একবার সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সাফল্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Facebook Comments Box


Posted ১১:৫০ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!