হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : সোমবার ২৭ শে জুলাই সকাল সাড়ে ১১ টার সময় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বুথ, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গ্লুকোমিটার, নেবুলাইজার মেশিন, এক্সরে মেশিন, হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট এবং ডেন্টাল বিভাগের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।
এ সময় এমপি বলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এবং এই ধারাবাহিকতায় আমরা চুয়াডাঙ্গা ২ আসনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করে যাচ্ছি।
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা করা ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা থেকে সব ধারণের সহায়তা করে যাচ্ছি। এবং এখন পর্যন্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা কাজ অব্যাহত রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ রহমান( মন্জু) সহ আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor