প্রতিদিনের কুষ্টিয়া, প্রতিনিধি
দৌলতপুরে চলছে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জোর প্রচেষ্টা
২০২৩ সালের শেষ কিংবা আগামী ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের গুঞ্জন শুরু হয়েছে দেশের সর্বত্র। বইছে ভোটের হাওয়া।
দৌলতপুরে সকল প্রার্থীদের ছবি
চলছে জল্পনা-কল্পনা। ঠিক তেমনিই ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ, একাধিক বার ভোট বর্জন করা দল বিএনপি, আছে জাতীয় পার্টি, জাসদও। দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দলের আলোচনায় থাকা মনোনয়ন প্রত্যাশী নেতারা। সব আলোচনা এখন ভোট নিয়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থ মেয়াদে সরকার গঠনের প্রস্তুতি নিয়ে এখন ভোটের মাঠে। নির্বাচন নিয়ে এখনো দোটানা কাটেনি দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বিএনপির। তবে বসে নেই দলটির সম্ভাব্য প্রার্থীরা। আগামি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের মননায়ন প্রত্যাশীদের ভিড়ে ধানের শীষের প্রার্থীদের আনাগোনাও চোখে পড়ার মতো। চারদিক ছড়িয়ে পড়েছে ভোটের আমেজ। এদিকে নিজ জনসমর্থন নিয়ে দৌলতপুরের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে, একদিকে কেন্দ্রীয় নেতাদের সমর্থন আদায়ে ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হতে রাজনীতির মাঠে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রত্যেকটি দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে সকল নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
২০২৩ সালের শেষ কিংবা আগামী ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের গুঞ্জন শুরু হয়েছে দেশের সর্বত্র। বইছে ভোটের হাওয়া। চলছে জল্পনা-কল্পনা। ঠিক তেমনিই ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ, একাধিক বার ভোট বর্জন করা দল বিএনপি, আছে জাতীয় পার্টি, জাসদও। দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দলের আলোচনায় থাকা মনোনয়ন প্র্যাশীরা।
সব আলোচনা এখন ভোট নিয়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থ মেয়াদে সরকার গঠনের প্রস্তুতি নিয়ে এখন ভোটের মাঠে। নির্বাচন নিয়ে এখনো দোটানা কাটেনি দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বিএনপির। তবে বসে নেই দলটির সম্ভাব্য প্রার্থীরা।
আগামি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে ধানের শীষের প্রার্থীদের আনাগোনাও চোখে পড়ার মতো। চারদিক ছড়িয়ে পড়েছে ভোটের আমেজ।
Posted ৭:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
protidinerkushtia.com | editor