দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, সিনিয়র সাংবাদিক শাহিন রেজা, শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা আসমত আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ।
উপস্থিত ছিলেন, কৃষি অফিসার নুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক, দৌলতপুর প্রেস ক্লাবের(ডিপিসি) যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব আলী, হেলাল উদ্দিন সহ উপজেলার সকল দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
দৌলতপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগীতার আশ্বাস দেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ সকল দায়িত্ব সঠিক ভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
protidinerkushtia.com | editor