শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুর থানা অফিসার ইনচার্জের কৌশলী উদ্যোগে স্বস্তিতে ঈদ পালন করলো দৌলতপুরবাসী

নিজস্ব প্রতিনিধি

দৌলতপুর থানা অফিসার ইনচার্জের কৌশলী উদ্যোগে স্বস্তিতে ঈদ পালন করলো দৌলতপুরবাসী

দৌলতপুর থানা অফিসার ইনচার্জের কৌশলী উদ্যোগে স্বস্তিতে ঈদ পালন করলো দৌলতপুরবাসী


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) মজিবুর রহমান। তিনি যোগদানের পর কমে গেছে চুরি, ডাকাতি, ছিনতাই,মাদকের ভয়বহতাসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার সকল শ্রেনীর মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনসাধারন।

সরেজমিনে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতপুর থানা পুলিশের নজরদারি ছিল কঠোর। ঈদ সামনে রেখে বিগত দিনে বেড়ে যেতো অপরাধ প্রবণতা কিন্তু এখন পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় সচেতন মহল বলছেন, ঈদ আসলে দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ির পানে ছুটিতে আসেন কর্মব্যস্ত মানুষ এইসময় কিছুকিছু স্থানে চুরি, ডাকাতি এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো কিন্তু এখন দৌলতপুর থানা পুলিশের কৌশলী উদ্যোগে বন্ধ হয়েছে এসব অপ্রীতিকর ঘটনা। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসাধারণ ভূমিকা রয়েছে দৌলতপুর থানা পুলিশের। বিশেষ করে থানার ওসি মুজিবুর রহমান যোগদানের পর অপরাধ দমনে তার আন্তরিকতার প্রমাণ মিলেছে,কমেছে দালালদের দৌরাত্ম্য।


দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলিয়া বলেন, থানার অফিসার ইনচার্জ যোগদানের পর থেকেই বদলিয়ে দিয়েছেন উপজেলার চিত্র। উপজেলার সবকটি ইউনিয়নে পুলিশী তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় অপরাধ কর্মকান্ডের সংখ্যা এখন অনেক কম।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাবো। এই ঈদে আমরা চেষ্টা করছি, জনগণ যেন স্বস্তিতে ঈদ পালন করতে পারে। দৌলতপুরের প্রত্যেকটি জনবহল ও গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের মনিটরিং টিম। এখনো পর্যন্ত এই ঈদে দৌলতপুরের কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দৌলতপুর থানাকে সব ধরণের অপরাধমুক্ত ও একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে ইনশআল্লাহ। তিনি দৌলতপুরের সার্বিক আইন শৃংখলা ভাল রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!