দৌলতপুর প্রতিনিধি, প্রতিদিনের কুষ্টিয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিলিপনগর ইউনিয়ন বাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আওয়ামীলীগ নেতা মোঃ ইসাহক আলী বিএসসি ।
ঈদের শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আওয়ামীলীগ নেতা, পি এস এস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসাহক আলী বিএসসি বলেন, একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আজ আমরা সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় ভিন্ন এক পরিস্থিতিতে ঈদ উদযাপন করছি।
সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, এই প্রত্যায়ে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)