নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন উজ্জল সরদার
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সদস্য উজ্জল সরদারের নামে সাংবাদিকদের মিথ্যা তথ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উজ্জল সরদার।
বৃহস্পতিবার দুপুরে লিখিত বিবৃতিতে উজ্জল সরদার বলেন, বাঁধ মেরামতের কাজে অনিয়ম দূর্নীতি শিরোনামে গত ৫ ও ৬ এপ্রিল বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন, উত্তোলবকৃত বালু বিক্রয় সহ বিভিন্ন বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য । যা উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন, । পদ্মা নদীর ভাঙ্গন রোধ জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের সকল নিয়ম মেনে এই কাজ চলছে। কাজ দেখাশোনার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়োগকৃত অফিসার প্রতিদিন কাজ দেখে, কাজ বুঝে নেন। এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। নদী থেকে যে বালু উত্তোলন করা হয় তা পানি উন্নয়ন বোর্ডের নিয়ম মেনে। সেই বালু জিও ব্যাগ ভর্তি করে নদী ভাঙ্গন রোধের কাজে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে কোন বালু বিক্রয় করা হয় না।এখানে বাঁধ মেরামতের কোন কাজ হচ্ছে উল্লেখ করা হয়েছে সংবাদে বাঁধ মেরামতের কথা কিন্তু আমরা করছি নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ, তাই আমি উজ্জল সরদার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশিত করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
protidinerkushtia.com | editor